Wednesday, 28 August 2019

class 12 বাংলা (কে বাঁচায় কে বাঁচে) অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী



কে বাঁচায় কে বাঁচে 




১)"  আজ চোখে পরলো প্রথম ।" আজ মৃতুঞ্জয়ের প্রথম চোখে পরলো -
 
উত্তর :– অনাহারের ফলে মৃত্যু একজন মানুষ

২) " বাড়িটাও তার শহরের ...!" মৃত্যুঞ্জয় বাড়ী   শহরের -?


উত্তর :– এক নিরিবিলি অঞ্চলে

৩) '' ...চলতে থাকে শারীরিক কষ্ঠবোধ ।'' মৃত্যুঞ্জয়ের শরীরে কষ্ঠবোধ হওয়ার কারন কি -

উত্তর :– তার মনে আঘাত লেগেছে

৪) " সংসারে তার নাকি মন নেই ।" এখানে যার কথা বলা হয়েছে , সে হলো
 
উত্তর :– মৃত্যুঞ্জয়

৫) " অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে ।" মৃত্যুঞ্জয়কে নিখিলের পছন্দ করার কারন -

উত্তর :– মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা তাপস

৬) " এ অপরাধের প্রায়শ্চিত কি ?" বক্তা এখানে অপরাধ মনে করেন  -

উত্তর :– নিজের চারবেলা করে ভাত খাওয়া কে



৭) " নিখিল চুপ করে থাকে ।" নিখিলের এই চুপ করে থাকার কারন কি -

উত্তর :– মৃত্যুঞ্জয়ের চোখ ছল ছল করে উটেছে

৮) " সেটা হয় অনিয়ম ।" এই অনিয়মটি হলো -

উত্তর :– বাস্তব নিয়ম উল্টে মধুর আধ্যাতিক নীতিতে পরিণত করা

৯) " নিখিল সংবাদ টি তুলে নিল ।" সংবাদ পত্রে যে বিষয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা হলো -

উত্তর :– গোটা কুড়ি মৃতু দেহের ভালোভাবে সদ গতির ব্যাবস্থা করা হয়নি

১০)"  নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে ...!" বুঝিয়ে বলার কথা টি হলো -

উত্তর :– নিজে কষ্ট করেই শুধুমাত্র অন্যকে বাঁচানো যাবে না

১১) ".. না খেয়ে মরা টা উচিত নয় ভাই ।" কথাটি বলেছে -

 উত্তর :– নিখিল

১২) " ওটা পাশবিক স্বার্থপরতা ।" মৃত্যুঞ্জয় যে বিষয়টিকে "  পাশবিক স্বার্থপরতা " বলেছে , তা হল -

উত্তর :– বেঁচে থাকার জন্য উপযুক্ত আহার গ্রহনের মানসিকতা কে

১৩) " এক্ষণ সেটা বন্ধ করে দিয়েছে ।" মৃত্যুঞ্জয় এক্ষণ বন্ধ করে দিয়েছে -

উত্তর :– অনাহারী , অন্নপ্রথীদের সঙ্গে কথা বার্তা বলা

১৪) " নিখিল কে বার বার আসতে হয় ।" নিখিল আসে -

উত্তর :– মৃত্যুঞ্জয়ের বাড়িতে

১৫)" আমাকে দু তিন দিন সঙ্গে নিয়ে গিয়েছিল ।" মৃত্যুঞ্জয় তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়েছিল 


উত্তর :– ফুটপাতের লোকগুলোর কাছে

১৬) মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায় -

উত্তর :– পঞ্চাশ টাকা

১৭) নিখিল দেখেছিলো যে মৃত্যুঞ্জয় সর্শিতে আটকানো মৌমাছির মতো -


উত্তর :– মাথা খুঁড়ছে

১৮) নিখিলকে প্রতি মাসে কিছু কিছু টাকা পাঠাতে হয় -

উত্তর :– তিন জায়গায়

১৯) যে দিক থেকে বিচার করে নিখিল বলেছিল যে, দশ জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড়ো পাপ , তা হলো -

উত্তর :– সমাজ ধর্ম

২০) মৃত্যুঞ্জয় অফিসে যায় -

উত্তর :– ট্রামে

২১) " মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা " কি হয় -

উত্তর :– অদৃশ্য হয়ে যায়

২২) " ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয় ।" কারন -

উত্তর :– নিখিলের যুক্তি মৃত্যুঞ্জয়ের অভিজ্ঞার কাছে অর্থহিন হয়ে পড়ে

২৩) " দারুন একটা হতাশা জেগেছে ওর মনে ।" কারন -

উত্তর :– যতাসর্বশ দান করলেও সে দুর্ভিক্ষ পিরীত দের ভালো করতে পারবে না

২৪) টুনুর মা তাকে সকাতর অনুরোধ জানাই : কোন অনুরোধ ?

উত্তর :– নিখিল যেন মৃত্যুঞ্জয়ের প্রতি নজর রাখে

২৫) " টুনুর মা তাকে সকাতর অনুরোধ জানাই ", কাকে ?

উত্তর :–  নিখিলকে ।

২৬) মৃত্যুঞ্জয়ের ছেলে মেয়ে গুলির চেঁচিয়ে কাঁদে -


উত্তর :–   অনাহারে, অবহেলায় , ক্ষুদার  জ্বালায় ।

3 comments:

Labels