Sunday, 25 August 2019

class 11 (বাংলা) - সুয়েজখালেঃ হাঙ্গর শিকার

 

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 
১. হাঙ্গর শিকার প্রবন্ধটি লিখেছেন –
উঃ- স্বামী বিবেকানন্দ
২. রেড সী বলতে বোঝায় –
উঃ- লোহিত সাগর
৩. যে খালে জাহাজ দাঁড়িয়েছিল সেটি হল –
উঃ- সুয়েজ খাল
৪. মিশরে সে শোমোয় যে ড়োগে মহামারী হয়েছিল তার নাম-
উঃ- প্লেগ
৫. সুয়েজে থেকে যে মহাদেশের আরম্ভ সেটিই-
উঃ- ইউরোপ
৬. সুয়েজে যারা মাল নামানোর কাজ করেছিল তারা-
উঃ- জাহাজের খালাসী

৭. প্লেগ রোগটি সংক্রামিত হয়-
উঃ- ইঁদুর থেকে
৮. সুয়েজের পরে জাহাজের গন্তব্য-
উঃ- নেপলস ও মার্সাই
৯. সুয়েজের জলে সবচেয়ে বেশি দেখা যায়-
উঃ- হাঙ্গর
১০. কারাঢীন শব্দের অর্থ-
উঃ- রোগ সংক্রমণের ভয়ে মেশা নিষিদ্ধ
১১. ইলিশ মাছের মত যে মাছ জলে ছিল তার নাম –
উঃ- বনিটো
১২. যে মাছগুলি হাঙ্গরের আগে আগে যাচ্ছে তাদের নাম-
উঃ- আড়কাঢী মাছ
১৩. যে মাছগুলি হাঙ্গরের গায়ে চিপসে আছে –
উঃ- চোষক
১৪. সে কুয়োর ঘটিতোলার ঠাকুরদাদা । সে বলতে –
উঃ- ভীষণ বঁড়শি।
১৫. হাঙ্গর দুটিকে স্বামীজি সম্বোধন করেছেন –
উঃ- বাঘা ও থ্যাবড়া
১৬. ফরাসী স্থপতির নাম-
উঃ- ফর্ডিনেন্ড লেসেন্স
১৭. পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বলে ইউরোপীয়রা দাবী করেন –
উঃ- ইউরোপীয়রা
১৮. ব্রিটিশরা ভারতীয়দের সম্বোধন করত –
উঃ- নেটিভ
১৯. নেটিভ বলতে বোঝায়-
উঃ- আদিম অধিবাসী
২০. খাল কোম্পানির তত্বাবধান করে-
উঃ- ফরাসী

No comments:

Post a Comment

Labels